প্রথমেই বলি এই লেখাটি অন্য কোন ব্লগে বা FB Page/Group এ কপি পেস্ট করলে অবশ্যই আমাদের ব্লগের Link দিবেন। অনেক সময় ব্যয় করে কষ্টে মৌলিকভাবে লেখা হয়েছে পোস্টটি। আশা করি যথাযথ মুল্যায়ন পাব ।
Change language : English
Say bye to Bluetooth. ব্যাবহার করুন WiFi File Transfer। বড় বড় সাইজের ফাইল এক Android থেকে আরেক Android এ শেয়ার করুন কয়েক সেকেন্ডে। Upto ১ mbps speed এ সেন্ড করুন Large files ।
Step by Step দিক নির্দেশনা :
★ প্রথমে যিনি রিসিভ করবেন তাকে Hotspot চালু করতে হবে। Setting>Tether & Hotspot>Turn on Hotspot, এভাবে Hotspot চালু করুন। এর আগে configure Hotspot setting এ গিয়ে security Open সিলেক্ট করুন। নিচের Screenshot দেখুন । (password security ও use করতে পারেন )
★এরপর যিনি পাঠাবেন তাকে Wifi on করে ঐ Hotspot এ কানেক্ট করতর হবে। তারপর তাকে Wifi File transfer(click to download) নামের একটি App চালু করে Start button এ ক্লিক করতে হবে। এখানে একটি url পাবেন। দেখতে অনেকটা এরকম 123.456.78.90:1234 ।
★ সবশেষে যিনি ফাইল গ্রহন করবেন তাকে UC Browser open করতে হবে এবং ঐ url টি Enter Url box এ লিখতে হবে। তারপর Enter করুন এবং আপনি Sender এর SD CARD আপনার ফোনে দেখতে পাবেন । কোন ফাইল নিতে Download button এ ক্লিক করুন আর Speed দেখুন।
NOTE: এই কাজের সময় Data Connection এবং Bluetooth off রাখবেন। টাকা কাটার কোন ভয় নাই।
★ পোস্ট অনেক কষ্ট করে লেখলাম। উপকারে আসলে আমাদের FB Page এ লাইক দিয়েন। Android Armv6 - Enjoy your phone perfectly.
★ কোন সাহায্য দরকার? নিচে কমেন্ট করুন।
0 comments:
Post a Comment